পাবনায় ৫ দিনব্যাপী অটিজম এন্ড নিউরো ডেভেলপমেন্ট ডিজএ্যাবিলিটিজ বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। ন্যাশনাল একাডেমি ফর অটিজম এন্ড নিউরো ডেভেলপমেন্টাল ডিজএ্যাবিলিটিজ প্রকল্পের আওতায় শুক্রবার (২৯ মার্চ) পাবনা টিটি কলেজের হল রুমে এ প্রশিক্ষণ শুরু হয়। প্রশিক্ষণে জেলার আটঘরিয়া ও ঈশ্বরদী উপজেলার ৪০ জন প্রধান শিক্ষক, সহকারি প্রধান শিক্ষক ও অভিভাবক প্রশিক্ষণার্থী হিসেবে অংশ নিচ্ছেন।
এদিকে উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাবনা টিটি কলেজের অধ্যক্ষ প্রফেসর ফেরদৌস হোসেন। বক্তব্য দেন- প্রকল্পটির সহকারি পরিচালক এস এম ফজলে রাব্বি, পাবনা জেলা শিক্ষা অফিসার মো. রুস্তম আলী হেলালী, পাবনা সরকারি শহীদ বুলবুল কলেজের সহযোগি অধ্যাপক ফরিদ আহমেদ, ট্রেনিং পরিচালক ও টি টি কলেজের সহযোগি অধ্যাপক মো. রফিকুল ইসলাম প্রমুখ ।
বিডি২৪অনলাইন/এএইচ/সি/এমকে