লালমনিরহাটের আদিতমারীতে উপজেলা ইউনিয়ন সদস্য সংস্থা (বাইসস)’র আয়োজনে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার কর্মসূচী ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্থানীয় সরকার প্রতিনিধিদের ভাবনা ও করনীয় শীর্ষক আলোচনা সভা হয়েছে।
শুক্রবার(২৯ মার্চ) আদিতমারী উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা হয়। উপজেলার বাইসস’র আহবায়ক ইউপি সদস্য হায়দার আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন- উপজেলা নির্বাহী অফিসার নূর-ই-আলম সিদ্দিকী, সংগঠনটির লালমনিরহাট জেলা সমন্বয়ক আব্দুল করিম, আদিতমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল আলম, আদিতমারী থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান।
আলোচনা সভা শেষে সংগঠনের আয়োজনে ইফতার মাহফিল হয়। সেখানে অংশ নেন আমন্ত্রিত অথিতিরা। আলোচনা সভায় ও ইফতার মাহফিলে উপজেলার ৮ ইউনিয়নের প্রায় অর্ধশত ইউপ সদস্যের অংশ নেন।
বিডি২৪অনলাইন/লাজু মিয়া/ সি/এমকে