শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে মাঠে টাইগাররা

নিজস্ব প্রতিবেদক
৩০ মার্চ ২০২৪

ঘরের মাঠে সফররত শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় শেষ টেস্টে মাঠে নেমেছে বাংলাদেশ। শনিবার (৩০ মার্চ) সকাল ১০টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এ টেস্ট শুরু হয়েছে ।

বিশ্রাম কাটিয়ে দ্বিতীয় টেস্টে ফিরছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। অপরদিকে পিঠে ইনজুরির কারণে শ্রীলঙ্কা দল থেকে ছিটকে গেছেন পেসার কাসুন রাজিথা।

শ্রীলঙ্কার বিপক্ষে সিলেটে প্রথম টেস্টে বড় ব্যবধানে হারে টাইগাররা। ৩২৮ রানে পরাজিত স্বাগতিকরা - ব্যবধানে পিছিয়ে রয়েছে এ সিরিজে। তাই শেষ টেস্টে টাইগারদের লক্ষ্য এখন হোয়াইট ওয়াশের লজ্জা থেকে সিরিজ বাঁচানো।

শেষ টেস্টে বাংলাদেশ একাদশ : মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, সাকিব আল হাসান, শাহাদাত হোসেন দিপু, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ ও হাসান মাহমুদ।

শ্রীলঙ্কার একাদশ : দিমুথ করুণারত্নে, নিশান মাদুশকা, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দিনেশ চান্দিমাল, ধনাঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), কামিন্দু মেন্ডিস, লাহিরু কুমারা, প্রবাথ জয়সুরিয়া, আসিথা ফার্নান্দো ও বিশ্ব ফার্নান্দো।

 

বিডি২৪অনলাইন/এস/এমকে


মন্তব্য
জেলার খবর