বলিউডের লাস্যময়ী অভিনেত্রী জারিন খান। দর্শকদের কাছে বেশ জনপ্রিয়। সালমান খানের সাথে ‘ভীড়’ ছবিতে অভিনয় করে আলোচনায় আসেন। সালমানের সাথে আরো কিছু ছবিতে দেখা গেছে তাদের। বলিউডে ইতোমধ্যে এক যুগ পার করে ফেলেছেন।
জারিন সিনেমায় কাজ করতে গিয়ে সালমান খানের অনেক সাহাজ্য পেয়েছেন। সে কথা অকপটে স্বীকারও করলেন তিনি। জারিন জানান, সালমান তার হাত না ধরলে আমার পক্ষে ইন্ডাস্ট্রিতে সুযোগ পাওয়া যে বেশ কঠিন হতো। এ জন্য ‘ভাইজানের কাছে আমি কৃতজ্ঞ।
তবে হ্যাঁ, তার ক্যারিয়ারের সবটুকু সালমানের দান বলে যাদের মনে হয় তাদের উদ্দেশে জেরিন বলেন, এ কথা একেবারেই ঠিক নয়। পুরোপুরি গুজব। হ্যাঁ, সালমান দুর্দান্ত একজন মানুষ। অত্যন্ত পরোপকারীও। কিন্তু মনে রাখতে হবে একইসঙ্গে প্রচণ্ড ব্যস্তও থাকেন তিনি।
আমি জানি, সালমানকে একটি ফোন করলেই সে ছুটে আসবে। কিন্তু সেই সুযোগ নিয়ে তাকে আমি জ্বালাব কেন? আর একটা কথা, আমার ক্যারিয়ারে সবকিছুর সঙ্গে যদি সালমানের নাম জড়ানো হয়, তবে তো তা আমার বহু দিনের পরিশ্রমকেও একভাবে ছোট করা হয়। আমি সালমানের পোষা বাঁদর হয়ে থাকতে নারাজ। সবসময় ওর কাঁধে চড়ে ঘুরে বেড়াব, ওকে জ্বালাব, এই বিষয়টাতেই আপত্তি রয়েছে আমার।
আরআই