মন্তব্য
বিশ দশকে বলিউডের অন্যতম জনপ্রিয় ও সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী ছিলেন রানী। কর্মজীবনে তিনি সাতটি ফিল্মফেয়ার পুরস্কারসহ একাধিক পুরস্কার লাভ করেছেন।
ফিচার ড্রামা ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ নামের একটি সিনেমাতে দেখা যাবে রানীকে।
জী স্টুডিওর মনিশা আদভানি, মধু ভোজওয়ানি এবং এমা এন্টারটেইনমেন্ট রানীকে নিয়ে তদের পরবর্তী সিনেমার এ নামটি ঘোষণা করেছে।
ইন্ডিয়া টুডে