সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি
৩০ মার্চ ২০২৪

সাতক্ষীরার আশাশুনিতে সজনে গাছের ডাল কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে ইয়াকুব আলী (৫১) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (৩০মার্চ) সকালে  দক্ষিণপাড়া গ্রামে এ  দুর্ঘটনাটি ঘটে। ইয়াকুব আলী ওই এলাকার মৃদু কালো গাজীর ছেলে।

ইয়াকুব আলীর ছোট ভাই রবিউল ইসলাম জানান, তার বড় ভাই সজনে গাছের ডাল কাটতে গাছে ওঠেন। ডাল কাটার এক পর্যায় অসাবধানবশত বিদ্যুতের তারের ওপর কাঁচা ডাল পড়ে। এতে বিদ্যুতায়িত হলে ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয় প্রশাসন এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তারা এসে গাছ থেকে তাকে উদ্ধার করে।

আশাশুনির থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  বিশ্বজিৎ কুমার অধিকারী জানান, সজনে গাছের পাশে বৈদ্যুতিক লাইনের তার ছিল।  ইয়াকুব আলী ডাল কাটার সময় কাঁচা ডাল তারের উপরে পড়ে বিদ্যুৎপৃষ্ট হয়। পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা মই দিয়ে লাশ উদ্ধার করে। ঘটনা একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

 

 

বিডি২৪অনলাইন/কিশোর কুমার/সি/এমকে


মন্তব্য
জেলার খবর