লালমনিরহাটের আদিতমারী উপজেলায় আবাদি তামাকের একটি ক্ষেত থেকে রোমান মিয়া (৬) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৩০মার্চ) বিকালে ভাদাই ইউনিয়নের খোলাহাটি সেতুবাজার এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। শিশু রোমান মিয়া ওই এলাকার আমিনুর হকের ছেলে। আগের দিনে সে নিখোঁজ হয়।
এদিকে এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সুষ্ঠু তদন্ত করে হত্যাকান্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন প্রতিবেশী ও স্বজনরা।
স্থানীয় বাসিন্দারা জানায়, শুক্রবার সন্ধ্যার আগে শিশু রোমান মিয়াকে খুজে না পাওয়ায় এলাকায় মাইকিং ও থানায় জিডি করা হয়। ওই তামাক ক্ষেতে শনিবার কিছু লোক কাজ করতে যায়। তারা সেখানে অর্ধশরীর পুতে রাখা একটা শিশুকে মৃত অবস্থায় দেখতে পায়। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
আদিতমারী থানা পুলিশের অফিসার ইন-চার্জ (ওসি) মাহমুদ-উন-নবী বলেন, এ ঘটনায় পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে। পরবর্তী ব্যবস্থা আইন অনুযায়ী গ্রহণ করা হবে।
বিডি২৪অনলাইন/লাজু মিয়া/সি/এমকে