মন্তব্য
নগর বাউলের জেমসের ছবিতে চমৎকার সৌন্দর্য নিয়ে ধরা দিয়েছে বিশ্বের নানা দেশের অনেক স্থানও। সেই জেমসের ক্যামেরায় এবার মুগ্ধতা ছড়ালেন মডেল ও অভিনেত্রী মিথিলা।
ছবিটি নিজের ফেসবুক পেজে পোস্ট করেছেন মিথিলাই। ক্যাপশনে তিনি জানিয়েছেন, ‘ছবিটি তুলেছেন… আমি আবারও জোরে জোরে বলছি… তিনি আর কেউ নন, আমাদের নগরবাউল। বাংলা সংগীতের রকস্টার, জেমস ভাই।’