অষ্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামছে নারী ক্রিকেট দল

নিজস্ব প্রতিবেদক
৩১ মার্চ ২০২৪

 

সফররত অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ  রোববার (৩১ মার্চ) মাঠে নামছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। মিরপুর শের- বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বেলা বারোটায়।

এর আগে অজি নারীদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে বাংলাদেশ। কিন্ত এ সিরিজে বাংলাদেশকে রীতিমত উড়িয়ে দেয় অস্ট্রেলিয়া। প্রথম ওয়ানডে ম্যাচে বোলিংয়ের পর কোনো ম্যাচেই অজিদের চ্যালেঞ্জ জানাতে পারেনি বাংলাদেশ। প্রতিটি ম্যাচেই টাইগ্রেসদের ইনিংস শেষ হয়েছে ১০০ এর আগে।  হোয়াটওয়াশের সেই স্মৃতি ভুলে টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামছে স্বাগতিকরা।

টি-টোয়েন্টি সিরিজের পরের দুই ম্যাচ হবে যথাক্রমে ২ এবং ৪ এপ্রিল। সিরিজ শেষে ৫ এপ্রিল ঢাকা ছাড়বে অস্ট্রেলিয়া নারী দল।

এদিকে চলতি বছর ঘরের মাঠেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাই সিরিজে বাংলাদেশের মেয়েদের সামনে থাকছে বাড়তি কিছু চ্যালেঞ্জ। ব্যাটিং ইউনিটকে বিশ্বমানের বোলিংয়ের সামনে ঝালিয়ে নেওয়ার সুযোগ এটাই জ্যোতি-ফারজানাদের জন্য।

সিরিজে দলে জায়গা পাননি সবশেষ ওয়ানডে দলে থাকা ফারজানা হক পিংকি, দিশা বিশ্বাস এবং নিশিতা আক্তার নিশি। ওদিকে নতুন করে ডাক পেয়েছেন ফারিহা ইসলাম তৃষ্ণা, শরিফা খাতুন এবং দিলারা আক্তার দোলা।

সম্ভাব্য বাংলাদেশ একাদশ- মুর্শিদা খাতুন, সুবহানা মোস্তারি, নিগার সুলতানা জ্যোতি, রিতু মনি, দিলারা আক্তার দোলা, স্বর্ণা আক্তার, শরিফা খাতুন, নাহিদা আক্তার, রাবেয়া খান, ফাহিমা খাতুন, মারুফা আক্তার।

 

বিডি২৪অনলাইন/এস/এমকে


মন্তব্য
জেলার খবর