পঞ্চগড়ের বোদা থানায় পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩১ মার্চ) মারেয়া বামনহাট ইউনিয়ন পরিষদ মাঠে এ ওপেন হাউজ ডে’র অনুষ্ঠানের আয়োজন করে বোদা থানা পুলিশ।
বোদা থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন- অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস) কনক কুমার দাস, মারেয়া বামনহাট ইউনিয়ন চেয়ারম্যান রেজাউল করিম শামীম, বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন প্রধান,সতেন্দ্রনাথ বর্মন, মারেয়া মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক সুশীল চন্দ্র বর্মন প্রমূখ। তথ্য দিয়ে সেবা গ্রহণ এবং অপরাধ নিয়ন্ত্রণে সবাইকে এগিয়ে আসার আহবান জানান বক্তারা।
কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার করার মাধ্যমে জঙ্গি, মাদক, জুয়া, চুরি, ছিনতাই, ডাকাতি, বাল্যবিয়ে, জায়গা-জমি নিয়ে মারামারি, ইভটিজিং, ট্রাফিক আইন ভঙের প্রবণতা, মোবাইল ফোনের অপব্যবহাররোধসহ নানা অপরাধ রোধ কল্পে জনগণকে সচেতন করার উদ্দেশ্যে পুলিশ ওপেন হাউজ ডে’র আয়োজন করে পুলিশ।
বিডি২৪অনলাইন/সম্রাট হোসাইন/সি/এমকে