অপহৃত সাব্বির উদ্ধার, দুই নেতাসহ গ্রেফতার তিন

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
৩১ মার্চ ২০২৪

পাবনার আটঘরিয়ায় অপহৃত সাব্বির হোসেনকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। সাব্বিরকে অপহরণের পর ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ ভুক্তভোগীকে উদ্ধারসহ অভিযুক্তদের গ্রেফতার করে।

শনিবার (৩০ মার্চ) আটঘরিয়া বাজার থেকে ওই তিনজনকে গ্রেফতার করা হয়।এরা হচ্ছে-আটঘরিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক পৌর এলাকার ধলেশ্বর মহল্লার রোমজান আলীর ছেলে নুরুল ইসলাম ওরফে নুরু (৩০), আটঘরিয়া কলেজ ছাত্রলীগ শাখার সভাপতি আটঘরিয়ার বাজার এলাকার হোসেন আলীর ছেলে মনিরুল (২৮) ধলেশ্বর গ্রামের গোলজার আলীর ছেলে ইমরান (২৩)

আটঘরিয়া থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল করিম জানান, আটঘরিয়ার নওদাপাড়া গ্রামের রায়হান আলীর কাছে পাশ্ববর্তী গ্রামের আক্তার হোসেন ৫০ হাজার টাকা পায়। টাকা তুলে দিতে ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগ নেতাদের দায়িত্ব দেন পাওনাদার। গত শনিবার ছাত্রলীগ নেতা মনিরুল, স্বেচ্ছাসেবক লীগ নেতা নুরু, ইমরানসহ বেশ কয়েকজন রায়হানের ছেলে সাব্বির হোসেনকে বেরুয়ান গ্রাম থেকে অপহরণ করে। পরে ভুক্তভোগীর পরিবার ৯৯৯ ফোন দিয়ে সহযোগিতা চায় পুলিশের। ঘটনায় রায়হান আটঘরিয়া থানায় একটি চাঁদাবাজি অপহরণ মামলা করেছেন।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাদিউল ইসলাম জানান, মামলার আসামির মধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান চলছে।

বিডি২৪অনলাইন/ এএইচ/সি/এমকে


মন্তব্য
জেলার খবর