চুলেই নারীর সৌন্দর্য, আর নয় : ঐন্দ্রিলা

২৩ মার্চ ২০২১

বর্তমানে জীবনের সবচেয়ে কঠিন সময়টা কাটাচ্ছেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। কারণ, তার শরীরে বাসা বেঁধেছে ক্যান্সার নামক মারণব্যাধি।

নিজের বর্তমান ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন এই টলি অভিনেত্রী। তার পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, তার মাথায় চুল নেই।

নীল টিপ ও গায়ে হলুদ পোশাকে ঝলমল করছেন ঐন্দ্রিলা। তার হাসিতে রোগের বিমর্ষতা নেই, কষ্ট নেই। ছবিটির ক্যাপশনে তিনি লিখলেন, ‘চুলেই নারীর সৌন্দর্য, আর নয়।'


মন্তব্য
জেলার খবর