অন্তঃসত্ত্বার খবর ভাইরালের পর পোশাক নিয়ে পরিণীতির বিস্ময় !

নিজস্ব প্রতিবেদক
০২ এপ্রিল ২০২৪

অভিনেত্রী পরিণীতি চোপড়া মা হচ্ছেন, এমন খবর  ঘুরে বেড়াচ্ছে নেটপাড়ায়। অভিনেত্রী বহুবার এ প্রচারকে গুজব বলে উড়িয়ে দিলেও থেমে নেই নেটিজেনরা। এ অবস্থায় এসে পোশাক নিয়ে কথা বলেছেন পরিণীতি।

সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও পোস্ট করে বিষয়টি জানান তিনি। বিস্ময় প্রকাশ করে বলেন, কাফতান ড্রেস মানেই গর্ভবতী! ওভারসাইজড টি-শার্ট মানেই গর্ভবতী!

বেবিবাম্প লুকানোর জন্যই ঢিলেঢালা পোশাক পরছেন... গুজবে বিরক্ত হয়েই জামাকাপড় সম্পর্কে তার পছন্দের কথা জানিয়েছেন পরিণীতি।

রাঘব চাড্ডাকে বিয়ে করার পর থেকেই চর্চায় রয়েছেন পরিণীতি চোপড়া। গত সেপ্টেম্বরে আম আদমি পার্টির নেতা রাঘবকে বিয়ে করেন তিনি। বিয়ের  বয়স এক বছর না হলেও এর মধ্যে গুঞ্জন রটিয়ে যায়, পরিণীতি মা হচ্ছেন।

বিডি২৪অনলাইন/ই/এমকে


মন্তব্য
জেলার খবর