২০১৪ সালের পর থেকেই বন্ধ আছে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে প্রেস্টিজিয়াস আসর চ্যাম্পিয়ন্স লিগ। এ টুর্নামন্টে আবারো মাঠে গড়ানোর সম্ভাবনা দেখা দিয়েছে। ইতোমধ্যে এ বিষয়ে আলোচনা করছে ক্রিকেটের বিশ্বের ‘বিগ থ্রি’তিন দেশ- ভারত, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড। প্রস্তাবটি এসেছে ক্রিকেট ভিক্টোরিয়া সিইও নিক কামিন্সের কাছ থেকে।
মুম্বাইয়ে একটি ইভেন্টের ফাঁকে এ টুর্নামেন্ট নিয়ে কথা বলেছেন নিক কামিন্স। তিনি মনে করছেন, এ টুর্নামেন্ট আয়োজনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ক্রিকেটের ব্যস্ত সূচি থেকে আলাদা একটি উইন্ডো খুঁজে বের করা। তিনি বলেন, আমি জানি- চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া, ইসিবি এবং বিসিসিআই’র মধ্যে কথোপকথন চলছে। কখন এ টুর্নামেন্ট হবে, সেটাই সবচেয়ে বড় জটিল বিষয়। কেননা আইসিসি-র সব টুর্নামেন্টও রয়েছে। তবে ক্রিকেটের ব্যস্ত সূচি থেকে একটি উইন্ডো খঁজে বের করার চেষ্টা চলছে।
কেট ভিক্টোরিয়া সিইও জানান, চ্যাম্পিয়ন্স লিগের পুনরাবৃত্তি মহিলা ক্রিকেটের হাত ধরে হতে পারে। কেননা মেয়েরা এখন ডব্লিউপিএল, দ্য হান্ড্রেড এবং ডব্লিউবিবিএল খেলছেন।
বিডি২৪অনলাইন/এস/এমকে