ঈদুল ফিতর উপলক্ষ্যে শেরপুরের নকলা উপজেলায় শিক্ষার্থী ও হতদরিদ্রদের মাঝে ঈদের পোশাক বিতরণ করেছেন সাবেক কৃষিমন্ত্রী ও সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী।
বুধবার (৩ এপ্রিল) শেরপুরের নকলা উপজেলার উরফা ইউনিয়নের বারমাইসা উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে ঈদের পোশাক তুলে দেন।
এ সময় এমপি মতিয়া চৌধুরি বলেন, সামনে ঈদ, কিছু উপহার দিয়ে আমি মানুষের সাথে আনন্দ ভাগাভাগি করতে চাই। প্রতি বছরই আমার সাধ্য মতো দেওয়ার চেষ্ঠা করি। ঈদের আগে ও ঈদে আনন্দ পাবে, সেটা দেখে আনন্দ পাই।
অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোছা. আম্বিয়া খাতুন, সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, নকলা থানা (ওসি) কাদের মিয়া সহ আওয়ামী লীগ ও তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ঈদের পোশাক হিসেবে শিক্ষার্থীদের মাঝে শাড়ী, থ্রি পিস ও হতদরিদ্রদের মাঝে শার্ট, শাড়ি, টাওজার ও গেঞ্জি বিতরণ করেন এমপি।
বিডি২৪অনলাইন/সি/এমকে