পঞ্চগড়ে ম্যাজিস্ট্রেট সেজে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও টাকা আদায়ের অভিযোগে তিনজনকে ধরে পুলিশে দিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার পঞ্চগড় জেলা শহরে স্যামসাং শো রুমের তৃতীয় তলায় কনজুমার রাইটস সোসাইটি নামের কার্যালয় থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা- কনজুমার রাইটস সোসাইটি পঞ্চগড় জেলা শাখার সভাপতি মফিজুল ইসলাম (৫২), সহসভাপতি আমিনুল ইসলাম (৪৭) ও সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম (৪৫)।
এদের মধ্যে মফিজুলের বাড়ি জেলার বোদা উপজেলার আমতলা কাজীপাড়া এলাকায়, আমিনুলের বাড়ি পঞ্চগড় সদর ইউনিয়নের ঝাকুয়াকালি এলাকায় এবং সাদেকুল ইসলামের বাড়ি জেলা শহরের মসজিদপাড়া এলাকায়। তিনজনের মধ্যে ম্যাজিস্ট্রেট পরিচয় দিতেন আমিনুল ইসলাম।
ভুক্তভোগীরা জানায়, আটক তিনজনসহ ১০ জন বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা ও জরিমানা আদায় করে আসছিলেন। গ্রামের সহজ সরল মানুষের দোকানে কথিত অভিযান চালিয়ে হাতিয়ে নিচ্ছিলেন টাকা। গত সোমবার পঞ্চগড়ের বিভিন্ন এলাকার ১০ টি প্রতিষ্ঠানকে বিভিন্ন অঙ্কের জরিমানা করে তারা। মঙ্গলবার মাইক্রোবাস নিয়ে অভিযানে যাওয়ার প্রস্তুতি নেওয়ার সময় তাদের ৩ জনকে আটক করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সাতমেরা বাজারের ব্যবসায়ী তরিকুল ইসলাম বলেন, ৪ জনের একটি দল সম্প্রতি মাইক্রোবাসে আমাদের বাজারে আসে। এরপর তারা ‘ভ্রাম্যমাণ আদালত’ পরিচালনা শুরু করে। তারা প্রথমে আমাদের ১০ হাজার টাকা জরিমানা করতে চায়। পরে দুই হাজার টাকা জরিমানা করে টাকা নিয়ে দ্রুত চলে যায়। ঘটনাটি সন্দেহ হলে বিভিন্ন মানুষের সাথে কথা বলে নিশ্চিত হয়েছি- এরা প্রতারক।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পঞ্চগড়ের সহকারী পরিচালক শেখ সাদী বলেন, চক্রটি শুধু পঞ্চগড় নয়, অন্য জেলাতেও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করছিল। তাদের সাথে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কোন সম্পর্ক নেই। কখনোই ম্যাজিস্ট্রেট, পুলিশ ছাড়া ভ্রাম্যমান আদালত পরিচালনা হয় না। তাদের বিরুদ্ধে ভুক্তভোগীরাই মামলা করছে।
পঞ্চগড় সদর থানার অফিসার ইন-চার্জ (ওসি) প্রদীপ কুমার রায় বলেন, এ চক্রের সাথে জড়িত অন্যদেরও গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
বিডি২৪অনলাইন/সম্রাট হোসাইন/সি/এমকে