লিকেজ গ্যাসে অগ্নিদুর্ঘটনা, চার দগ্ধের মধ্যে একজনের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি
০৩ এপ্রিল ২০২৪

সাতক্ষীরা সদরে অগ্নিদুর্ঘটনায় দগ্ধ একই বাড়ির চার জনের মধ্যে কল্যাণী মন্ডল নামে একজন মারা গেছেন। দুর্ঘটনার ৩ দিন পর মঙ্গলবার (২ এপ্রিল) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

গত ৩১ মার্চ নিজের বাড়িতে রান্নার জন্য গ্যাসের চুলা চালু করার সময় সিলিন্ডার থেকে বের হওয়া গ্যাসে কল্যাণীর বাড়িতে আগুন লাগে। এ সময় কল্যাণী ছাড়াও তার বেয়াইন কাকলি সরদার, গৃহপরিচারিকা দেবলা দেবনাথ স্বামী গুণীন্দ্রনাথ মন্ডল দগ্ধ হন।

গুণীন্দ্রনাথ মন্ডল গণ পুর্ত বিভাগের অবসরপ্রাপ্ত প্রকৌশলী। শহরের পুরাতন সাতক্ষীরা এলাকায় তার বাড়ি।

খুলনা মেডিকেল কলেজ  হাসপাতালের  চিকিৎসক কল্যাণীর জামাতা বিশ্বজিৎ মন্ডল পরিবারের বরাত দিয়ে জানান, দগ্ধদের প্রথমে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় কল্যাণী মন্ডল দেবলা দেবনাথকে খুলনা মেডিকলে  হাসপাতালে ভর্তি করা হয়।

 

বিডি২৪অনলাইন/কিশোর কুমার/সি/এমকে


মন্তব্য
জেলার খবর