বান্দরবানের রুমা উপজেলার সোনালী ব্যাংকে হামলা চালালেও ভল্টে থাকা টাকা লুট করতে পারেনি বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) ।
চট্টগ্রাম পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) মো. শাহনেওয়াজ খালেদ বুধবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
শাহনেওয়াজ খালেদ বলেন, আমরা চাবি দিয়ে ভল্ট খুলে ভেতরে থাকা সব টাকা-পয়সা পরীক্ষা-নিরীক্ষা করেছি। ভল্টে এক কোটি ৫৯ লাখ ৪৬ হাজার টাকা রক্ষিত ছিল। পুরো টাকাটাই ভল্টে রয়েছে।
এর আগে মঙ্গলবার রাতে ঘটনার পর খবর ছড়িয়ে পড়ে- ঈদুল ফিতরের বেতন-বোনাস হিসেবে যেসব টাকা এ শাখায় এসেছিল, কেএনএফের সশস্ত্র সদস্যরা ভল্ট ভেঙে সেই টাকা লুট করে নিয়ে গেছে। এ টাকার পরিমাণ দেড় কোটি টাকা হতে পারে।
পুলিশ ও ব্যাংক সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, ওই সময় কেএনএফের প্রায় এক শ সশস্ত্র সদস্য ব্যাংকে হামলা চালায়। তারা ব্যাংক ম্যানেজারকে অপরহণ করে নিয়ে যায়। তার আগে ব্যাংকের নিরাপত্তায় দায়িত্বরত পুলিশ ও আনসার সদস্যদের কাছ থেকে অন্তত ১৪টি অস্ত্র ও কয়েক শ রাউন্ড গুলি লুট করে।
এদিকে বুধবার দুপুরের দিকে থানচি উপজেলায় সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকে লুটপাটের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সশস্ত্র সন্ত্রাসীরা ট্রাকে আসে সেখানে। এরপর বাইরে ফাঁকা গুলি চালিয়ে ব্যাংকে প্রবেশ করে। ১৬ ঘণ্টার মধ্যে একই জেলার দুই উপজেলার এ লুটপাটের ঘটনায় সোনালী ব্যাংকের সব শাখার লেনদেন স্থগিত করা হয়েছে।
বিডি২৪অনলাইন/ই/এমকে