মন্তব্য
সম্প্রতি তাসনিয়া ফারিণ টঙের চায়ের দোকানদারের চরিত্রে অভিনয় করলেন। সোশ্যাল প্ল্যাটফরমে একটি ছবি ছড়াচ্ছিল। অনেকেই বিভ্রান্তিতে পড়ছিলেন। ভাবছিলেন, চায়ের দোকানদার মেয়েটি কে? অনেকে মন্তব্যও করে বসছিলেন।
এটি নাটকের শুটিঙের একটি স্থিরচিত্র তা যেন কেউ বিশ্বাস করতে চাইছিলই না। অবশ্য একটু ভালো করে দেখার পর সব দিনের আলোর মতো পরিষ্কার। এই হলো তাসনিয়া ফারিণ। নাটকের নাম ৩০০ টাকার ভালোবাসা ১০০ টাকায়। শিগগির এটি প্রচারিত হতে যাচ্ছে।
ফারিণ পড়াশোনা করেছেন হলিক্রস গার্লস স্কুল অ্যান্ড কলেজে ও গ্রাজুয়েশন করেছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি)।