টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে বাংলাদেশ নারী দলের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। সিরিজের সবগুলো ম্যাচ হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। আগমী ২৮ এপ্রিল মাঠে গড়াবে এ সিরিজ। তার আগে ২৩ এপ্রিল ঢাকায় আসবে ভারতীয় নারী ক্রিকেট দল।
এ সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সূচি অনুযায়ী ২৮ এপ্রিল (রোববার) হবে সিরিজের প্রথম ম্যাচ। বাকি চারটি ম্যাচ হবে যথাক্রমে ৩০ এপ্রিল, ২ মে, ৬ মে এবং ৯ মে।
সিরিজের প্রথম দুটি এবং শেষ ম্যাচটি হবে ডে-নাইট, শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। মাঝের তৃতীয় ও চতুর্থ ম্যাচ বেলা ২টায়।
এর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে গেল জুলাইয়ে বাংলাদেশ সফরে এসেছিল ভারতীয় নারী ক্রিকেট দল। তিন ম্যাচের শেষ ম্যাচটি ট্রাই হওয়ায় ১-১ জয়ে সিরিজ শেষ হয়েছিল।
বিডি২৪অনলাইন/এস/এমকে