শুয়োপোকায় দিশেহারা আমচাষীদের মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি
০৪ এপ্রিল ২০২৪

মৌসুম শুরুর আগেই শুয়োপোকার আক্রমণে দিশেহারা হয়ে পড়েছেন সাতক্ষীরার বেশিরভাগ আমবাগান। চাষীদের অভিযোগ, এ বিষয়ে কৃষি বিভাগের গাফিলতি ও উদাসীনতা রয়েছে। ফলে প্রতিকার পাচ্ছেন না তারা।

এদিকে উদ্ভূত পরিস্থিতিতে মানববন্ধন করেছেন জেলার আশাশুনি উপজেলার আম চাষীরা। বৃহস্পতিবার (৪ এপ্রিল) জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে মানববন্ধন হয়। 

আমচাষী মো. ইদ্রিস আলীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন- আব্দুর রাজ্জাক মোল্লা, এনতাজ আলী, মনিরুল ইসলাম, রমজান সরদারসহ অনেকে। বক্তারা বলেন, শুয়োপোকার আক্রমণ প্রতিরোধে কৃষি বিভাগের দ্বারস্থ হলেও তারা কোনরকম সহযোগিতা না করে বিষয়টি এড়িয়ে গেছেন। সম্প্রতি আহাদ আলী নামের এক আমচাষীর ৫০ বিঘা জমির আমবাগান ক্ষতিগ্রস্ত হয়েছে। এ নিয়ে বাড়তি টেনশনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

 

বিডি২৪অনলাইন/কিশোর কুমার/সি/এমকে


মন্তব্য
জেলার খবর