নাটোরের গুরুদাসপুরে তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করেছে সরকার। শুনতে খারাপ লাগে ও খারাপ ভাবে এমন শব্দ দিয়ে বিদ্যালয়ের নাম থাকায় এ সিদ্ধান্ত হয়েছে। বুধবার (৩ এপ্রিল) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয় শাখা-২ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, গুরুদাসপুর উপজেলার ‘পোয়ালশুড়া পাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের’ নতুন নাম হয়েছে ধানসিঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়; ‘ দড়িঁহাঁসমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের’ নাম পরিবর্তন করে তিতাস সরকারি প্রাথমিক বিদ্যালয় করা হয়েছে। একই জেলার ‘পোয়ালশুড়া দড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের’নতুন নাম দেওয়া হয়েছে দড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা জনাব আলী জানান, ইতোপুর্বে অধিদফতর শ্রুতিকটু বিদ্যালয়ের নাম পরিবর্তনের জন্য তালিকা চেয়ে চিঠি পাঠান। শিক্ষা অফিসের তালিকার আলোকে গুরুদাসপুরে তিনটি বিদ্যালয়ের নাম পরিবর্তন হয়েছে।
বিডি২৪অনলাইন/সাজেদুর রহমান সাজ্জাদ/সি/এমকে
০১৭১৯৭৯৩০০৩
গুরুদাসপুর-নাটোর।