নওগাঁর সাপাহারে ৮ বিঘা জমিতে তিন বছর বয়সের প্রায় ৮০ টি আমগাছ কেটে ফেলা হয়েছে। আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ করতেই অজ্ঞাত দূর্বৃত্তরা রাতে গাছগুলো কেটেছে বলে জানিয়েছেন আমচাষী আমিনুল ইসলাম। এ ঘটনায় তার ছেলে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তবে এখনো ঘটনায় জড়িত কাউকে আটকের খবর পাওয়া যায়নি।
বুধবার রাতে উপজেলার তিলনা বাজারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আমিনুল ইসলাম ওই গ্রামের বাসিন্দা মৃত আফাজ উদ্দিনের ছেলে।
আমিনুল ইসলাম জানান, ৩ বছর আগে ১০ বছর মেয়াদে ওই জমি লিজ নিয়েছেন তিনি। এরপর আমগাছ লাগান। বর্তমানে গাছগুলোতে আম আসতে শুরু করেছে। ঠিক এ সময়ে আমার পরিবারকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ করার উদ্দেশ্য প্রায় ৮০ টি ফলন্ত আমগাছ কেটে ফেলা হয়েছে। ঘটনার সুষ্ঠূ তদন্তসহ প্রকৃত অপরাধীকে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান তিনি।
সাপাহার থানার অফিসার ইন-চার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব মোবাইল ফোনে বলেন, অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি২৪অনলাইন/সি/এমকে