সঙ্গী হিসেবে ইমন অনন্য: নীলাঞ্জন

২৩ মার্চ ২০২১

ভারতের জাতীয় চলচ্চিত্র পুরষ্কারপ্রাপ্ত সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী সঙ্গীনী হিসেবে কেমন? এমন প্রশ্নের জবাবে  কলকাতার জনপ্রিয় সঙ্গীত ব্যক্তিত্ব  নীলাঞ্জন ঘোষ জানালেন, সবকিছুতে মিল না থাকলেও সঙ্গী হিসেবে ইমন অনন্য।

সঙ্গীতশিল্পী ও সুরকার নীলাঞ্জন ঘোষ বলেন, ‘আমাদের দুজনের সব কিছুতে যে একদম পুরোপুরি মিল বিষয়টি এমন নয়। আমাদেরও অনেক কিছুতে অনেক অমিল আছে। কিন্তু একজনকে মানুষ বা সঙ্গী হিসেবে বিবেচনায় রাখতে যে বেসিক কিছু বিষয় থাকা প্রয়োজন ইমন তাতে একশোতে একশো। এছাড়া আমরা দুজনই সঙ্গীতের মানুষ সেদিকটাতেও অনেক মিল।'

 নীলাঞ্জনকেই আজীবনের সঙ্গী হিসেবে বেছে নেয়ার বিষয়ে ইমন বলেন, ‘নীলাঞ্জন সঙ্গী হিসেবে খুবই দারুণ ব্যক্তিত্বের। ও নারীদের ভীষণ সম্মান করে। নারীদের মুড সুয়িং বিষয়টিকেও ভীষণ সম্মানের চোখে দেখে, মোট কথা সে খুবই ভালো বোঝে। স্বামী হিসেবে সে একজন দারুণ কেয়ারিং ব্যক্তিত্বের।'


মন্তব্য
জেলার খবর