নকলায় ৫ সহস্রাধিক মানুষ পেলেন এমপি মতিয়া চৌধুরীর ঈদ উপহার

রেজাউল হাসান. নকলা (শেরপুর) প্রতিনিধি
০৪ এপ্রিল ২০২৪

শেরপুরের নকলা উপজেলার হাজার ৩১০ জনের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন জাতীয় সংসদের উপনেতা বেগম মতিয়া চৌধুরী এমপি। এদের মধ্যে মেধাবী শিক্ষার্থীও রয়েছে।  বুধবার ও বৃহস্পতিবার- এ দু’দিনে আনুষ্ঠানিকভাবে ঈদ উপহার বিতরণ করেন তিনি।

ঈদ উপহারের মধ্যে শাড়ি, শার্ট, ট্রাউজার, টি শার্ট থ্রি-পিচ ছিল। উপজেলার ৯টি ইউনিয়নের প্রতিটিতে ২০০টি শাড়ি, ১০০টি শার্ট, ১০০টি ট্রাউজার, শ্রমিকদের জন্য ৬০০টি শার্ট ট্রাউজার বিতরণ করেন। একই হারে ঈদ উপহার দেন পৌর এলাকাতেও। এছাড়া উপজেলার ৩১টি মাধ্যমিক বিদ্যালয় ২০টি দাখিল মাদ্রাসায় অষ্টম শ্রেণীর মেধাক্রমানুসারে প্রথম ১০ জনকে  থ্রি-পিচ, ৩০টি বিদ্যালয় এবং ২০টি দাখিল মাদ্রাসায় নবম শ্রেণীর মেধাক্রমানুসারে প্রথম জনকে শাড়ি উপহার দেন।

ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন, সহকারি কমিশনার (ভূমি) শিহাবুল আরিফ, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের মিয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আম্বিয়া খাতুন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান আনিসুর রহমান সুজা, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম সুহেল, প্রচার প্রকাশনা সম্পাদক গোলাম হাফিজ সোহেল, সাংগঠনিক সম্পাদক রেজাউল হক হীরা, ছামিউল হক মুক্তা আব্দুর রশিদ সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

 

বিডি২৪অনলাইন/সি/এমকে


মন্তব্য
জেলার খবর