মন্তব্য
ফেসবুক চ্যাটিংয়ের মাধ্যমে একে অপরের প্রেমে পড়ে যান ফারহান আহমেদ জোভান ও কেয়া পায়েল। প্রেমকে পরিণয়ে রূপ দিতে যখন তারা সিদ্ধান্ত নেন, তখন জোভান আবিস্কৃত পায়েলের নতুন জটিলতার কথা শুনে বেঁকে বসে তার পরিবার। এরপর প্রেমিকাকে পেতে ব্যতিক্রম আত্মত্যাগের প্রক্রিয়া শুরু করেন জোভান।
না জানা এ গল্প দেখা যাবে ঈদের বিশেষ নাটক ‘মাধবীলতা’য়। প্রবীর রায় চৌধুরী ও অনিক ইসলামের যৌথ চিত্রনাট্যে নাটকটির নির্মাতা প্রবীর নিজেই। নাটকে জোভানের প্রেমিকা চরিত্রে অভিনয় করেছেন পায়েল। সিএমভি’র ব্যানারে নির্মিত এ নাটকে দেখা যাবে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।
বিডি২৪অনলাইন/ই/এমকে