সাকিবের চেয়ে বেশি পারিশ্রমিক এখন শান্তর

নিজস্ব প্রতিবেদক
০৫ এপ্রিল ২০২৪

জাতীয় দলের অধিনায়কের পারিশ্রমিক বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ৪০ হাজার থেকে ১ লাখ  টাকা করা হয়েছে। সে হিসাবে অলরাউন্ডার সাকিব আল হাসানের চেয়ে বেশি পারিশ্রমিক এখন নাজমুল হোসেন শান্তর। দলের মধ্যেও সর্বোচ্চ পারিশ্রমিক এখন তার।

ক্রিকেটের তিন ফরম্যাটেই জাতীয় দলের অধিনায়ক এখন শান্ত। প্লাসক্যাটাগরির খেলোয়াড় হিসেবে মাসে লাখ ৯০ হাজার পারিশ্রমিক পেতেন তিনি। কিন্তু অধিনায়ক হিসেবে অতিরিক্ত লাখ টাকা পারিশ্রমিক পাবেন শান্ত। এতে সব মিলে তার পারিশ্রমিক দাঁড়ায় মাসে লাখ ৯০ হাজার টাকা। তিন ফরম্যাটের অধিনায়ক হলেও শুধু একটি ফরম্যাটের পারিশ্রমিক পাবেন শান্ত।

ওদিকে তিন ফরম্যাটের খেলোয়াড় হিসেবে সাকিবের পারিশ্রমিক লাখ ৯০ হাজার টাকা। বছর ক্রিকেটারদের বেতন বাড়ানো হয়নি। তবে ম্যাচ ফি অধিনায়কের পারিশ্রমিক বাড়ানো হয়েছে। টেস্ট ম্যাচ ফি লাখ থেকে বাড়িয়ে লাখ টাকা, ওয়ানডের ক্ষেত্রে প্রতি ম্যাচ ফি লাখ থেকে বাড়িয়ে লাখ এবং টি-টোয়েন্টিতে লাখ থেকে বাড়িয়ে আড়াই লাখ টাকা করা হয়েছে।

 

বিডি২৪অনলাইন/এস/এমকে


মন্তব্য
জেলার খবর