মন্তব্য
ইফতারির আগে গোসল করার সময় পানিতে ডুবে মারা গেছে সাদিয়া খাতুন (৮) নামে এক শিশু। শুক্রবার (৫ এপ্রিল ) সাতক্ষীরা জেলার তালা উপজেলার নগরঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সাদিয়া খাতুন নগরঘাটা ইউনিয়নের পোড়াবাজার এলাকার লিটন হোসেনের মেয়ে। স্থানীয়রা জানায় , জন্মের পর থেকেই শিশু সাদিয়ার খিচুনি রোগে আক্রান্ত ছিল। শুক্রবার ইফতারির আগে বাড়ির সামনে পুকুরে গোসল করতে নামে। পরে তার চাচা পলাশ পুকুরে গোসল করতে নেমে ভাতিজিকে অচেতন অবস্থায় পুকুরের পানিতে ভাসতে দেখতে পায়। এরপর সেখান থেকে তাকে স্থানীয় চিকিৎসক সাইদুল আলম বাবলুর কাছে নিয়ে যায়। ওই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নগরঘাটা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান লিপু পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি২৪অনলাইন/কিশোর কুমার/সি/এমকে