দ্রুত মাঠে ফেরার চেষ্টায় রিহ্যাভ শুরু করেছেন সৌম্য

নিজস্ব প্রতিবেদক
০৭ এপ্রিল ২০২৪

 

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে ইনজুরিতে আক্রান্ত সৌম্য সরকার এখন দ্রুত মাঠে ফেরার চেষ্টায় রিহ্যাভ শুরু করেছেন। তবে তার জিম্বাবুয়ে সিরিজ খেলা এখনো অনিশ্চিত। কেননা এ সিরিজের আগে তাকে ফিটনেস পরীক্ষার সম্মুখীন হতে হবে।

চলতি মাসের শেষ সপ্তাহে ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে দল।

চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে ফিল্ডিং করার সময়  ইনজুরিতে আক্রান্ত হন সৌম্য। বাউন্ডারি লাইনে চার বাঁচাতে গিয়ে পায়ে চোট পান তিনি। ফলে ওই ম্যাচে ব্যাটিংয়েও নামতে পারেননি আর। তখন থেকেই বিশ্রামে রয়েছেন বাঁ-হাতি ব্যাটার।

এদিকে দ্রুত মাঠে ফেরার চেষ্টায় সৌম্যের রিহ্যাভ শুরু করার তথ্য জানিয়ে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরি গণমাধ্যমকে বলেছেন, জিম্বাবুয়ে সিরিজের আগে তাকে ফিটনেস টেস্ট দিতে হবে। যদিও দলের সব খেলোয়াড়কেই এ পরীক্ষা দিতে হবে। এ ক্ষেত্রে চোট পাওয়া মাঠের ক্রিকেট থেকে বিরতি নেওয়ায় সৌম্যের জন্য সেই পরীক্ষা কিছুটা কঠিন হতে পারে বলেও মনে করছেন তিনি।

বিসিবির প্রধান চিকিৎসক আরও জানিয়েছেন, জিম্বাবুয়ে সিরিজের আগে ফিটনেস টেস্টে যদি ভালো করে, তাহলে তো ঠিক আছে। ফিটনেস টেস্ট দিতে হবে। সেটা জিম্বাবুয়ের বা বিশ্বকাপের জন্য, সবার জন্যই প্রযোজ্য। এটা কবে নাগাদ হবে সেটা নিশ্চিত করতে না পারলেও সিরিজের আগে হবে বলে জানিয়েছেন তিনি।

 

বিডি২৪অনলাইন/এস/এমকে


মন্তব্য
জেলার খবর