আগাম জামিন আবেদন তাহসানের

২০ জানুয়ারী ২০২২

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রতারণামূলক কর্মকাণ্ডে সহযোগিতা ও অর্থ আত্মসাতের অভিযোগের মামলা রয়েছে অভিনেতা ও গায়ক তাহসান খান। এবার আগাম জামিন চাইলেন এ অভিনেতা। বুধবার তার আইনজীবী এ তথ্য জানিয়েছেন। আগাম জামিন আবেদনের শুনানি বৃহস্পতিবার হবে বলেও জানান তিনি।

 

গত ১৩ ডিসেম্বর এ মামলায় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়াকে ৮ সপ্তাহের জামিন দেন হাইকোর্ট।

 

সাদ স্যাম রহমান নামে ইভ্যালির এক গ্রাহক গত বছরের ডিসেম্বরে রাজধানীর ধানমণ্ডী থানায় তাহসান খান, রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়াসহ ৯ জনের নামে মামলা করেন।

 

মামলার এজাহারে বলা হয়, প্রতারণামূলকভাবে গ্রাহকদের টাকা আত্মসাৎ ও সহায়তা করা হয়েছে। আত্মসাৎ করা টাকার পরিমাণ ৩ লাখ ১৮ হাজার টাকা, যা উদ্ধার করা সম্ভব হয়নি।

 

এ মামলায় ইভ্যালির এমডি মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনকে গ্রেফতার দেখানো হয়েছে। বাকিদের বিষয়ে তদন্ত চলছে।

 

আরআই


মন্তব্য
জেলার খবর