মন্তব্য
শোবিজের জনপ্রিয় মুখ সাদিয়া জাহান প্রভা ইনস্টাগ্রামে সম্প্রতি একটি ছবি শেয়ার করেছেন। ওই ছবি বিশাল সমুদ্র তীরে দোলনায় বসে থাকতে দেখা গেছে অভিনেত্রীকে। তার হাতের সঙ্গে অন্য একটি হাত মিলিয়ে তৈরি করেছেন ‘লাভ সাইন’।
শেয়ার করা ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘সুখের স্মৃতিগুলো মনে রাখার চেষ্টা করি। যদি এটাকে বাছাইকৃত স্মৃতি বলেন, তবু তার সঙ্গে আমি ভালো আছি।’ হ্যাশট্যাগ দিয়ে প্রভা লিখেছেন, ‘সাবেক আত্মার বন্ধুর সঙ্গে স্মৃতি।’