ডিপিএলে সুপার লিগ থেকে খেলবে লিটন দাস

নিজস্ব প্রতিবেদক
০৮ এপ্রিল ২০২৪

জাতীয় দলের খেলা না থাকায় এখন ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) খেলছেন টাইগার ক্রিকেটাররা। এ লিগে আবাহনীর হয়ে খেলার কথা থাকলেও একাদশে নামে নেই লিটন দাসের। এ নিয়ে যখন গুঞ্জন ডালপালা গজাচ্ছিল, তখন জানা গেছে নিজে থেকেই ছুটি নিয়েছেন লিটন দাস।

তার ছুটি নেওয়ার বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন আবাহনীর কোচ খালেদ মাহমুদ সুজন। তিনি জানান, লিটন মানসিকভাবে একটুডাউনরয়েছে। একটু বিশ্রাম নিয়ে ডিপিএলে সুপার লিগ থেকে খেলতে চায় সে।

সাম্প্রতিক ব্যাট হাতে ভালো সময় যাচ্ছিল না লিটন কুমার দাসের। এ কারণে সম্প্রতি শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের এক ম্যাচে বাদও পড়েছিলেন। টেস্টে ফিরলেও ভালো করতে পারেননি।

 

এদিকে ছুটি কাটিয়ে লিটন হয়তো ঝরঝরে হয়ে ফিরবে বলে আশা করছেন খালেদ মাহমুদ সুজন। লিটনের বিশ্রাম প্রয়োজনীয়তার বিষয়টি শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট চলাকালে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও বলেছিলেন। তবে শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টেই খেলানো হয় তাকে।

 

বিডি২৪অনলাইন/এস/এমকে


মন্তব্য
জেলার খবর