প্রকাশ্যে ‘লিপস্টিক’সিনেমার পোস্টার

নিজস্ব প্রতিবেদক
০৮ এপ্রিল ২০২৪

এবার ঈদে মুক্তি পাচ্ছে রোমান্টিক থ্রিলার গল্পের সিনেমা লিপস্টিক পরিচালক কামরুজ্জামান রোমানের এ সিনেমায় নায়ক ও নায়িকার চরিত্রে অভিনয় করেছেন আদর আজাদ পূজা চেরী। সম্প্রতি সিনেমাটির পোস্টার প্রকাশ করা হয়েছে।

সিনেমায় দেখা যাবে ঢাকার অদূরের এক গ্রামের কিশোরী বুচি। চোখে তার নায়িকা হওয়ার স্বপ্ন। স্বপ্ন পুরণে ঢাকায় আসে সে, নায়িকা হয়েও যায়। এরপরই শুরু হয় এক অন্য জীবন। বুচি নাম চরিত্রে অভিনয় করেছেন পূজা চেরী। তার বিপরীতে নায়ক হিসেবে দেখা যাবে আদর আজাদকে। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখা যাবে মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, জায়েদ খান প্রমুখ।

 

বিডি২৪অনলাইন/ই/এমকে


মন্তব্য
জেলার খবর