নীলফামারীতে সাংবাদিককে মারপিট, প্রতিবাদে মানববন্ধন

নীলফামারী প্রতিনিধি
০৮ এপ্রিল ২০২৪

 

নীলফামারীতে ভিজিএফ চাল ওজনে কম দেওয়ার চিত্র ধারণের সময় এক সাংবাদিককে মারপিট করেছেন ইউপি চেয়ারম্যান ও তার লোকজন। এদিকে এ ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিকরা। মানববন্ধন থেকে ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার জোর দাবি জানানো হয়েছে।

 

শনিবার সদর উপজেলার কচুকাটা ইউনিয়নে অসহায় দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ভিজিএফ চাল বিতরণকালে মারপিটের ঘটনাটি ঘটে। সেখানে কার্ডধারীদের মধ্যে এ চাল ওজনে কম দেওয়া হচ্ছিল। এ অনিয়মের চিত্র ধারণ করায় স্থানীয় সাংবাদিক নুরুল আমীনকে মারপিট করেন ওই ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রউফ চৌধূরী ও  তার লোকজন।

 

এদিকে সোমবার সকালে নীলফামারী জেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আয়োজনে শহরের বঙ্গবন্ধু চত্ত্বরে মানববন্ধনটি করেন সাংবাদিকরা। মানবন্ধনে জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আল-ফারুক পারভেজ উজ্জ্বল, সাধারণ সম্পাদক আল-আমিন, সাবেক সভাপতি নুর আলম সিদ্দিকীসহ জেলায় কর্মরত

বিভিন্ন সংগঠনের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

 

বিডি২৪অনলাইন/হারুন অর রশিদ/সি/এমকে


মন্তব্য
জেলার খবর