নীলফামারীতে ভিজিএফ’র চাল ওজনে কম দেওয়ার চিত্র ধারণের সময় এক সাংবাদিককে মারপিট করেছেন ইউপি চেয়ারম্যান ও তার লোকজন। এদিকে এ ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিকরা। মানববন্ধন থেকে ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার জোর দাবি জানানো হয়েছে।
শনিবার সদর উপজেলার কচুকাটা ইউনিয়নে অসহায় ও দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ভিজিএফ’র চাল বিতরণকালে মারপিটের ঘটনাটি ঘটে। সেখানে কার্ডধারীদের মধ্যে এ চাল ওজনে কম দেওয়া হচ্ছিল। এ অনিয়মের চিত্র ধারণ করায় স্থানীয় সাংবাদিক নুরুল আমীনকে মারপিট করেন ওই ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রউফ চৌধূরী ও তার লোকজন।
এদিকে সোমবার সকালে নীলফামারী জেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আয়োজনে শহরের বঙ্গবন্ধু চত্ত্বরে মানববন্ধনটি করেন সাংবাদিকরা। মানবন্ধনে জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আল-ফারুক পারভেজ উজ্জ্বল, সাধারণ সম্পাদক আল-আমিন, সাবেক সভাপতি নুর আলম সিদ্দিকীসহ জেলায় কর্মরত
বিভিন্ন সংগঠনের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বিডি২৪অনলাইন/হারুন অর রশিদ/সি/এমকে