মন্তব্য
পাকিস্তান ক্রিকেট দলের কোচিং স্টাফে পরিবর্তন আনা হয়েছে। আজহার মাহমুদকে পাকিস্তান ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে মনোনীত করা হয়েছে। আসন্ন নিউজিল্যান্ড সিরিজে পাঁচ টি-টোয়েন্টি ম্যাচের জন্য এ সিদ্ধান্ত নেয় ক্রিকেট বোর্ড (পিসিবি)। এক প্রেস বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে পিসিবি।
এর আগে ২০১৬-২০১৯ সাল পর্যন্ত পাকিস্তান দলের বোলিং কোচ ছিলেন আজহার। এদিকে আজহারের সঙ্গে কোচিং স্টাফে এসেছেন সাঈদ আজমল ও মোহাম্মদ ইউসুফ। ব্যাটিং কোচের দায়িত্ব পালন করবেন মোহাম্মদ ইউসুফ। স্পিন বোলিং কোচের দায়িত্ব দেওয়া হয়েছে সাঈদ আজমলের ঘাড়ে। পাঁচ ম্যাচের টি-টোয়ান্টি সিরিজটি শুরু হবে ১৮ এপ্রিল।
বিডি২৪অনলাইন/এস/এমকে