আজহার মাহমুদকে কোচ মনোনীত

নিজস্ব প্রতিবেদক
০৯ এপ্রিল ২০২৪

পাকিস্তান ক্রিকেট দলের কোচিং স্টাফে পরিবর্তন আনা হয়েছে। আজহার মাহমুদকে পাকিস্তান ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে মনোনীত করা হয়েছে। আসন্ন নিউজিল্যান্ড সিরিজে পাঁচ টি-টোয়েন্টি ম্যাচের জন্য এ সিদ্ধান্ত নেয়  ক্রিকেট বোর্ড (পিসিবি) এক প্রেস বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে পিসিবি।

এর আগে ২০১৬-২০১৯ সাল পর্যন্ত পাকিস্তান দলের বোলিং কোচ ছিলেন আজহার।  এদিকে আজহারের সঙ্গে কোচিং স্টাফে এসেছেন সাঈদ আজমল মোহাম্মদ ইউসুফ। ব্যাটিং কোচের দায়িত্ব পালন করবেন মোহাম্মদ ইউসুফ। স্পিন বোলিং কোচের দায়িত্ব দেওয়া হয়েছে সাঈদ আজমলের ঘাড়ে। পাঁচ ম্যাচের টি-টোয়ান্টি সিরিজটি শুরু হবে ১৮ এপ্রিল।

 

বিডি২৪অনলাইন/এস/এমকে


মন্তব্য
জেলার খবর