আটঘরিয়ায় প্রণোদনার সার-বীজ বিতরণ

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
০৯ এপ্রিল ২০২৪

পাবনার আটঘরিয়া উপজেলায় ক্ষুদ্র প্রান্তিক ১ হাজার ৫শ কৃষকের মাঝে বিনামূল্যে উফশী আউশ বীজ ও সার বিতরণ করা হয়েছে। চলতি অর্থবছরে খরিপ- মৌসুমে সরকারের কৃষি প্রণোদনা কর্মসুচির আওতায় এ সার ও বীজ বিতরণ করা হয়।

মঙ্গলবার ( এপ্রিল) দুপুরে উপজেলা অডিটোরিয়ামে এ সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন (আটঘরিয়া-ঈশ্বরদী) আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গালিবুর রহমান শরীফ।  

এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা  নির্বাহী অফিসার নাহারুল ইসলাম। বক্তব্য দেন- উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম, উপজেলা কৃষি অফিসার কৃষি বিদ সজীব আল মারুফ প্রমুখ।

উপজেলা কৃষি অফিসার সজীব আল মারুফ বলেন, এ কর্মসূচির আওতায় উপজেলায় টি ইউনিয়ন টি পৌরসভা মিলে তালিকাভুক্ত ১ হাজার ৫শ’ কৃষকের প্রত্যেককে কেজি উফশী আউশ বীজ, ডিএপি সার ১০ কেজি, ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে।

বিডি২৪অনলাইন/ এএইচ/সি/এমকে


মন্তব্য
জেলার খবর