দেশে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় দুই হাজার ৮০৯ জনের করোনা শনাক্ত হয়েছে।একই সময়ে মারা গেছেন করোনা আক্রান্ত ৩০ জন। আর করোনা থেকে সুস্থ হয়েছেন এক হাজার ৭৫৪ জন। সোমবার (২২ মার্চ) সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর এই তথ্য জানায়।
স্বাস্থ্য অধিদফতর জানায়, এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে পাঁচ লাখ ৭৩ হাজার ৬৮৭ জনের। এর মধ্যে মারা গেছেন আট হাজার ৭২০ জন। এখনও পর্যন্ত করোনার নমুনা পরীক্ষা হয়েছে ৪৪ লাখ ৩৪ হাজার ২৩০টি। শনাক্তের হার ১২ দশমিক ৯৪।
গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ২৬ হাজার একটি, পরীক্ষা হয়েছে ২৫ হাজার ১১১টি। শনাক্তের হার ১১ দশমিক ১৯।মৃত ৩০ জনের মধ্যে পুরুষ ২৫ জন ও নারী পাঁচ জন। এর মধ্যে বিভাগভিত্তিক ঢাকায় ২৪ জন, চট্টগ্রামে চার জন, আর খুলনা ও সিলেটে একজন করে রয়েছেন। হাসপাতালে মারা গেছেন ২৯ জন, বাড়িতে মারা গেছেন একজন।
এমকে