আটঘরিয়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করলেন এমপি গালিব

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
১০ এপ্রিল ২০২৪

পাবনার আটঘরিয়ায় শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করেছেন  পাবনা- (আটঘরিয়া-ঈশ্বরদী) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গালিবুর রহমান শরীফ গালিব।

বুধবার (১০ এপ্রিল) রামেশ্বরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে  ঈদ উপহার তাদের হাতে তুলে দেওয়া হয়। ঈদ উপহারের মধ্যে আছে- শাড়ি, লুঙ্গি ও ক্ষতিগ্রস্ত পরিবার প্রতি ৩০ কেজি চাল।

এদিকে এ ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্বন করেন উপজেলা নির্বাহী অফিসার নাহারুল ইসলাম। বক্তব্য দেন- উপজেলা চেয়ারম্যান   জেলা আওয়ামী লীগের সদস্য তানভীর ইসলাম,  আটঘরিয়ার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম রতন, আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাদিউল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবীর কুমার দত্ত প্রমুখ।

 

বিডি২৪অনলাইন/এএইচ/সি/এমকে


মন্তব্য
জেলার খবর