নেতানিয়াহু যা করছেন তা ভুল: বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক
১১ এপ্রিল ২০২৪

ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধ বিষয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যা করছেন তা একটি ভুল বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বলেছেন, এ বিষয়ে তার দৃষ্টিভঙ্গির সঙ্গে আমি একমত নই। যুক্তরাষ্ট্রের স্প্যানিশ ভাষার টিভি নেটওয়ার্ক ইউনিভিসনকে সম্প্রতি দেওয়া সাক্ষাৎকারে এ মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। খবর বার্তা সংস্থা রয়টার্স

এর আগে গাজায় ইসরায়েলি বোমাবর্ষণকে নির্বিচারি এবং সামরিক পদক্ষেপ অতিরঞ্জিত বলে তার সমালোচনা করেছিলেন জো বাইডেন।

সাক্ষাৎকারে গাজায় যুদ্ধ বিরতির আহ্বান জানিয়ে বাইডেনে আরও বলেন,  এটা আগামী ছয় থেকে আট সপ্তাহ হতে পারে। এতে দেশটিতে খাবার ওষুধ প্রবেশ করবে।

ওদিকে গত সপ্তাহে হোয়াইট হাউজ থেকে জানানো হয়েছিল, নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে হুমকি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন, ত্রাণকর্মী ও বেসামরিকদের সুরক্ষায় নির্দিষ্ট পদক্ষেপ না নিলে যুদ্ধে ইসরায়েলকে দেওয়া মার্কিন সহযোগিতা পুনর্বিবেচনা করা হবে। ইসরায়েলি বিমান হামলায় ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন নামের একটি ত্রাণ গোষ্ঠীর সাত কর্মী নিহতের পর এ ফোনালাপ হয়।

গাজায় ইসরায়েলি আগ্রাসন নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায় সমালোচনা করে আসছে। যুক্তরাষ্ট্রেও নিয়মিত বিক্ষোভের মুখে পড়ছেন বাইডেন। এসব বিক্ষোভে অংশগ্রহণকারীরা গাজায় স্থায়ী যুদ্ধবিরতি ইসরায়েলকে দেওয়া মার্কিন সহযোগিতা বন্ধের দাবি জানাচ্ছেন।

 

বিডি২৪অনলাইন/আই/এমকে


মন্তব্য
জেলার খবর