টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে মাঠে ফেরার সম্ভাবনা নেই এবাদতের

নিজস্ব প্রতিবেদক
১২ এপ্রিল ২০২৪

চলতি বছরের জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে শুরু হওয়ার কথা রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর আগে  কোনভাবেই টাইগার পেসার এবাদত হোসেনের মাঠে ফেরার সম্ভাবনা নেই।

এবাদত প্রসঙ্গে ক্রিকেট ভিত্তিক সংবাদ মাধ্যম ক্রিকবাজকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছে, বিশ্বকাপের আগে এবাদত নিজেকে ফিট হতে পারবেন না।

গত জুলাইয়ে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে বোলিং করার সময় ইনজুরিতে পড়েন এবাদত। আম্পায়ারের সাথে ধাক্কা লাগায় লিগামেন্ট ইনজুরিতে আক্রান্ত তার অস্ত্রোপচার করতে হয়। বর্তমানে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে রয়েছেন তিনি।

এদিকে বিশ্বকাপের আগেই মাঠের ফেরার বিষয়ে বেশ আত্মবিশ্বাসী ছিলেন এবাদত। বলেছিলেন, এ জন্য কঠোর পরিশ্রম করছেন তিনি। তবে দেবাশীষ যে বার্তা দিলেন, তাতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে  এ ডানহাতি পেসারের প্রত্যাবর্তনের সুযোগ উপায় নেই।

বিসিবির প্রধান চিকিৎসক বলেন, ধরনের অপারেশনে ১২ মাস, কমপক্ষে ১০ মাস লাগবেই। তাই এবাদতের কমপক্ষে অক্টোবরের (২০২৪) আগে মাঠে ফেরার সম্ভাবনা নেই। তবে তিনি প্রত্যাবর্তন হয়তো করতে পারেন, তবে সেটা টি-টোয়েন্টি বিশ্বকাপে না।

 

বিডি২৪অনলাইন/এস/এমকে


মন্তব্য
জেলার খবর