সোয়া ৫ লাখ টাকার হেরোইনসহ ৬ মামলার আসামি গ্রেফতার

২৩ মার্চ ২০২১

গাইবান্ধা সংবাদদাতা

সোয়া ৫ লাখ টাকার হেরোইনসহ ৬ মামলার আসামি রাসেল মিয়া (৪০)কে গ্রেফতার করেছে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা পুলিশ। সোমবার বিকালে গোবিন্দগঞ্জ পৌরসভার বর্ধকুঠি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার (২৩) সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মেহেদী হাসান।

রাসেল মিয়া বর্ধকুঠি মহল্লার বাসিন্দা, মৃত মছির উদ্দিনের ছেলে। ওসি মেহেদী হাসান জানান, গ্রেফতারের সময় রাসেল মিয়ার কাছে ১০৫ গ্রাম হেরোইন পাওয়া যায়। জব্দ করা হিরোইনের মুল্য প্রায় ৫ লাখ ২৫ হাজার টাকা। হেরোইন পাওয়ায় তার বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। আগে আরও ৬ ছয়টি মামলা রয়েছে তার বিরুদ্ধে।


আর/এমকে


মন্তব্য
জেলার খবর