দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপের আট ভেন্যু চূড়ান্ত

নিজস্ব প্রতিবেদক
১৩ এপ্রিল ২০২৪

২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের জন্য  নিজ দেশে আটটি ভেন্যু চূড়ান্ত করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)  বিমানবন্দর থেকে দূরত্ব হোটেল রুমের সহজলভ্যতা সব কিছু বিবেচনায় নিয়ে ভেন্যু বাছাই করা হয়েছে। দক্ষিণ আফ্রিকান নিউজ-২৪ ওয়েবসাইটকে বিষয়টি নিশ্চিত করেছেন সিএসএর প্রধান নির্বাহী ফোলেতসি মোসেকি।

দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে নামিবিয়া- তিন দেশ যৌথভাবে এ বিশ্বকাপের আয়োজন করবে। এর মধ্যে দক্ষিণ আফ্রিকার ভেন্যুর বিষয়টি প্রকাশ্যে এলো।

দক্ষিণ আফ্রিকার ৮ ভেন্যু হচ্ছে- জোহানেসবার্গের ওয়ান্ডারার্স, প্রিটোরিয়ার পার্ক, ডারবানের কিংসমিড, কেবের্হার সেন্ট জর্জেস পার্ক, পার্লের বোলান্ড পার্ক, কেপ টাউনের নিউল্যান্ডস, ব্লমফন্টেইনের ম্যানগং ওভাল ইস্ট লন্ডনের বাফেলো পার্ক।

এদিকে বিশ্বকাপের এবারের আসরে আয়োজক তিন দেশের মধ্যে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে দক্ষিণ আফ্রিকা জিম্বাবুয়ে। বাকি নামিবিয়াকে খেলার যোগ্যতা অর্জনে আফ্রিকান কোয়ালিফায়ারে খেলতে হবে।

 

বিডি২৪অনলাইন/এস/এমকে


মন্তব্য
জেলার খবর