নওগাঁর জেলার পত্নীতলা উপজেলার ঘোষনগর গ্রাম থেকে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এসময় পত্নীতলা উপজেলার ঘোষনগর গ্রামের মৃত আজগর আলীর ছেলে মোহাম্মদ আলী (৭০) এবং মৃত মোজাফফর মিয়ার মেয়ে মনোয়ারা বেগমকে (৫০) আটক করা হয়েছে।
শনিবার (১৩ এপ্রিল) র্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল শনিবার (১৩ এপ্রিল) রাত ১টার দিকে ঘোষনগর এলাকায় অভিযান চালায়। এ সময় ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ওই দুজনকে আটক করা হয়।
র্যাব আরও জানায়, মোহাম্মদ আলী ও মনোয়ারা বেগম চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা উভয়ে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে নিজ বাড়িতে মজুদ রেখে বকুল ও সাঈদ নামে দুজনের মাধ্যমে নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো। অভিযানের সময় বকুল ও সাঈদ কৌশলে পালিয়ে গেছে। আটককৃত দুজনকে পত্নীতলা থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি২৪অনলাইন/সি/এমকে