শৃঙ্খলা ভাঙলে ছাড় নেই

২৩ মার্চ ২০২১

দলে যত বড় নেতা-ই হোক না কেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে তাকে ছাড় দেওয়া হবে না। আর কারও ব্যক্তিগত অনিয়মের দায় দল বহন করবে না। দলীয় নেতাকর্মীদের উদ্দেশে স্পষ্টভাবে এই কথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার (২৩ মার্চ) নওগাঁ জেলার পোরশা উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে এসব কথা বলেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন,  দলের সভাপতি শেখ হাসিনা দলীয় শৃঙ্খলার বিষয়ে অত্যন্ত কঠোর।স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানমালা শেষে দলের কার্যনির্বাহী কমিটির সভায় দলীয় শৃঙ্খলার বিষয়ে কঠিন সিদ্ধান্ত নেওয়া হবে।

ওবায়দুল কাদের বলেন, নির্বাচনী প্রচার ও দলের কার্যক্রমে খেয়াল খুশি মতো কথা বলা এবং অরাজনৈতিক বক্তব্য দল ও সরকারের অর্জনকে প্রশ্নবিদ্ধ করে, এমন কথাবার্তায় দলের শৃঙ্খলার বিঘ্নিত হয়। এমন বক্তব্য দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে নেতাদের প্রতি আহবান জানান ওবায়দুল কাদের।  

 

এমকে


মন্তব্য
জেলার খবর