আগামী অক্টোবরে ভারতের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে নিউজিল্যান্ড। চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলা তার দলের খেলোয়াড়রা এ সিরিজের প্রস্তুতি সাড়ছেন বলে জানিয়েছেন নিউজিল্যান্ড টেস্ট অধিনায়ক টিম সাউদি।
ভারতের মাটিতে হবে এ সিরিজ। ভারতের মাটিতে এখন পর্যন্ত টেস্ট সিরিজ জিততে পারেনি কিউইরা।
চলমান আইপিএলে অংশ গ্রহণকারী বিভিন্ন দলের হয়ে খেলছেন নিউজিল্যান্ডের ৯ জন ক্রিকেটার। এর মধ্যে কিছু ক্রিকেটার টেস্ট দলের অবিচ্ছদ্য অংশ।
ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফকে আইপিল বিষয়ে সাক্ষাতকার দিয়েছে কিউ সাউদি। তিনি মনে করেন, সারা বিশ্ব থেকে আসা ক্রিকেটাররা আইপিএল খেলে উপমহাদেশের মাটিতে, বিশেষত ভারতের কন্ডিশনে খেলার অভিজ্ঞতা বাড়িয়ে নিচ্ছে। সব মিলিয়ে ক্রিকেটের জন্য আইপিএল খুব বড় মঞ্চ।
সাউদি বলেন, সারা বিশ্ব থেকেই মেধাবী ক্রিকেটাররা ভারতে আসছে। বিদেশি খেলোয়াড়দের সঙ্গে খেলছে অনভিজ্ঞ ক্রিকেটাররা। বিদেশি খেলোয়াড়েরা এমন অন্য সব বিদেশির সাথে খেলছে, যেটা চিন্তা করতে পারবেন না। ভারতের মাটিতে খেলে অভিজ্ঞতা অর্জন করছে।
কিউই অধিনায়ক জানান, আইপিএল খেলার অভিজ্ঞতা সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপেই দেখেছি আমরা। আইপিএল খেলার কারণে ভারতীয় কন্ডিশনের অভিজ্ঞতা কাজে লেগেছে।
বিডি২৪অনলাইন/এস/এমকে