চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ইজুরিতে আক্রান্ত হয়েছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মিচেল মার্শ। তার এ ইনজুরি নিয়ে দুঃচিন্তায় পড়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। কেননা জুনে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়া দলের নেতৃত্ব দেওয়ার দৌড়ে এগিয়ে আছেন তিনি। তাই চিকিৎসার জন্য তাকে দ্রুতই দেশে ফিরিয়ে নিয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড।
চলমান আইপিএলে দিল্লি ক্যাপিটালসে হয়ে ৩ এপ্রিল কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে সর্বশেষ ম্যাচ খেলেছেন মার্শ। আর ওই ম্যাচেই চোট পান তিনি। তার চোট কতটা গুরুতর, সেটা জানানো হলেও দিল্লি ক্যাপিটালসের হয়ে চলতি আইপিএলে তাকে দেখা না যাওয়ার সম্ভাবনাই বেশি।
চোট পাওয়ার পরে দিল্লির সর্বশেষ দুই ম্যাচে খেলতে পারেননি মার্শ। তার আগের তিন ম্যাচেও তাকে স্বরূপে পায়নি দিল্লি। ৭ এপ্রিল মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচের পরই দেশে ফেরেন এ অলরাউন্ডার। এবারর আইপিএলে ৪ ম্যাচ খেলে ৬১ রান সংগ্রহের পাশাপাশি ১ উইকেট শিকার করেন মার্শ।
বিডি২৪অনলাইন/এস/এমকে