পঞ্চগড়ে শাহনাজ বেগম নামের এক মহিলাকে হত্যার অভিযোগে এনে তার স্বামী আব্দুল মজিদসহ আটজনের বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার (১৫ এপ্রিল) শাহনাজ বেগমের নানা খোরশেদ আলম দেবীগঞ্জ আমলী আদালতে মামলাটি করেন। বিচারক আগামী ২২ এপ্রিল মামলাটির আদেশের জন্য দিন নির্ধারণ করেছেন।
আদালত সূত্রে জানা যায়, শাহনাজের বাবা শাহ আলম মারা যাওয়ার পর তাকে লালন পালন করতেন তার নানান খোরশেদ আলম। ২০১৮ সালে উপজেলার মতিয়ার পাড়া এলাকার আব্দুল জব্বারের ছেলে মো.আব্দুল মজিদের সাথে শাহনাজকে বিয়ে দেন তিনি। বিয়ের পর আসামীরা যৌতুকের জন্য শাহনাজকে নির্যাতন করতেন। এক পর্যায়ে তাকে বাড়ী থেকে বের করে দেওয়া হয়। পরে শাহনাজ গত ৩ অক্টোবর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলা করেন।
মামলার পর শাহনাজকে নিয়ে সংসার করার শর্তে আপোষ করে আদালত থেকে জামিন পায় আব্দুল মজিদ। এরপর সন্তানসহ-স্ত্রীকে নিয়ে ঢাকা যায়। গত ৮ এপ্রিল তারা ঈদের ছুটিতে বাড়িতে আসে। এরপর ঈদের দিন অভিযুক্তরা শাহনাজকে জবাই করে ও শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে হত্যা করে।
মামলার বাদী খোরশেদ আলম বলেন, পুলিশ লাশ উদ্ধার করলেও মামলা নেয়নি। তাই আদালতে মামলা করছি। আশা করি ন্যায় বিচার পাবো।
বিডি২৪অনলাইন/সম্রাট হোসাইন/সি/এমকে