ভাঙ্গুড়ায় ৭ দিনব্যাপী বইমেলা ও সাংস্কৃতিক উৎসব শুরু

মনিরুজ্জামান ফারুক, ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
১৫ এপ্রিল ২০২৪

পাবনার ভাঙ্গুড়ায়  সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় কলেজ মাঠে ৭ দিনব্যাপী বইমেলা সাংস্কৃতিক উৎসব শুরু হয়েছে। স্থানীয় সংসদ সদস্য মো. মকবুল হোসেন রোববার (১৪ এপ্রিল) বিকালে আনুষ্ঠানিকভাবে এ মেলার উদ্বোধন করেন।

ভাঙ্গুড়ার স্থানীয় সচেতন সাহিত্য-সাংস্কৃতিক পরিষদ এ মেলার আয়োজন করেছে। এটা তাদের ৩১ তম আয়োজেন। মেলা চলবে আগামী শনিবার পর্যন্ত।

এবারের বইমেলায় প্রায় অর্ধশতাধিক স্টল জায়গা পেয়েছে। মেলায় প্রতিদিন থাকছে উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিয়ে শিক্ষামূলক প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান।

এদিকে রোববার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সচেতন সাহিত্য-সংস্কৃতিক পরিষদের সভাপতি মো. আবু সাঈদ বাদশা। বক্তব্য দেন, সংসদ সদস্য মো. মকবুল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা.নাজমুন নাহার, পৌরসভার মেয়র গোলাম হাসনাইন রাসেল, ভাঙ্গুড়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জেলা পরিষদের সদস্য আসলাম আলী প্রমুখ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তাসমিয়া আক্তার রোজী, সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ রফিকুল ইসলাম, জেলা পরিষদ সদস্য আফিয়া সুলতানা আঁখি প্রমুখ।

বিডি২৪অনলাইন/ফারুক/সি/এমকে

 

 

 


মন্তব্য
জেলার খবর