প্রতিবছরই ঈদের আগে রমজান মাসে অন্যান্য মাসের তুলনায় বেশি পরিমাণ রেমিট্যান্স আসে দেশে। এবার ঈদের আগের দশ দিনের অধিক সময়ে রেমিট্যান্স এসেছে সাড়ে ৯ হাজার কোটি টাকার বেশি। পরিবার ও স্বজনদের ঈদ উদযাপন উপলক্ষ্যে ঈদের আগে তাদের কাছে বেশি আয় পাঠান প্রবাসী বাংলাদেশিরা।
সোমবার (১৫ এপ্রিল) রেমিট্যান্স সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি এপ্রিল মাসের প্রথম ১২ দিনে দেশে ৮৭ কোটি ৭১ লাখ মার্কিন ডলারের বেশি রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় বিনিময় করলে (প্রতি ডলার ১১০ টাকা ধরে) টাকার অঙ্কে পরিমাণ দাঁড়ায় ৯ হাজার ৬৪৮ কোটি টাকা। সেই হিসাবে রমজানের শেষদিকে রেমিট্যান্স এসেছে গড়ে দৈনিক ৮০০ কোটি টাকার বেশি।
এ ১২ দিনে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে, পরিমাণে ৭৫ কোটি ৩৯ লাখ ডলার। এর বাইরে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ৭ কোটি ২০ লাখ ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ৪ কোটি ৮৪ লাখ মার্কিন ডলার ও বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ২৬ লাখ ৭১ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে।
চলতি বছরের প্রথম তিন মাসের মধ্যে প্রথম দুই মাসে ২শ’ কোটি ডলারের বেশি রেমিট্যান্স আসে দেশে, বাকি এক মাসেও প্রায় ২শ’ কোটি ডলার ছুঁই ছুঁই ছিল রেমিট্যান্সের পরিমাণ। গত মার্চ মাসে ১৯৯ কোটি ৬৮ লাখ মার্কিন ডলার, জানুয়ারিতে ২১০ কোটি ডলার এবং ফেব্রুয়ারিতে ২১৬ কোটি ৬০ লাখ ডলার রেমিট্যান্স পাঠান প্রবাসীরা।
বিডি২৪অনলাইন/ই/এমকে