মন্তব্য
জলবায়ু পরিবর্তনে ভূমিকা না থাকলেও বাংলাদেশ-ই এই পরিবর্তনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত
বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (২২ মার্চ) জাতির জনক বঙ্গবন্ধু শেখ
মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের ষষ্ঠ দিনের অনুষ্ঠানে
সভাপতির বক্তব্যে এই কথা বলেন। জাতীয় প্যারেড গ্রাউন্ডে ১০ দিনব্যাপী এই অনুষ্ঠান
শুরু হয়েছে গত ১৭ মার্চ।
প্রধানমন্ত্রী আরও বলেন, বৈশ্বিক উষ্ণায়ন, জলবায়ুর পরিবর্তন আমাদের এই উপমহাদেশের
দেশগুলোকে সবচেয়ে বেশি নাজুক করে তুলেছে। আমরা অভিযোজনের মাধ্যমে সাময়িকভাবে
নিজেদের রক্ষা করতে পারি। কিন্তু জলবায়ু পরিবর্তনের বর্তমান ধারা বন্ধ করা না গেলে
অভিযোজন প্রক্রিয়া দীর্ঘস্থায়ী সুরক্ষা দিতে ব্যর্থ হবে।
এমকে